সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

স্পর্শ ও দূরত্ব





কাছাকাছি থাকার আকুলতা ও স্পর্শ

আমাদের প্রতিটি মূহুর্তকে দিয়েছে প্রাণ, করেছে উজ্জীবিত।

মন থেকে মনের ও আত্মার ব্যাবধানে কে

ঐ মুখশ্রী ও কণ্ঠস্বর এনে দেয় অসীম প্রশান্তি।


তোমার স্পর্শের উষ্ণতায় প্রানে হয় জীবনের সঞ্চার,

পৃথিবী নামক গ্রহের এই ক্ষুদ্র প্রাণে আসে অসম জীবনীশক্তি।


ঘুচে যাক জগতের সকল বাধা, উন্মুক্ত হোক আকাশ

মুছে যাক দূরত্ব সব, পরবর্তি জিবনেও হোক স্পর্শের সঞ্চার!


-

স্পর্শ ও দূরত্ব

© শাকিরুল 

May 18, 2023
 


পথচলায় তুমি

 আমার কবিতা গুলোকে মুহুর্ত রুপে দিয়েছি,

এখন আর শব্দ বুনি না,
গল্প বলি, যুগলবন্দী সপ্নে একসাথে চলি।

সকালের নরম রোদ ও পাতা ঝরা হেমন্তের শেষে
এই শীতে তোমার হাতে আমার হাত।

বৃষ্টির নিচে পাশা পাশি বসে ,
কঠোর স্পন্দন পৌঁছে যায় বাতাস থেকে,
এইতো সৃষ্টিকর্তার অসীম রহম।

মেঘের কালো বা দমকা বাতাসে
হলুদ পাতাদের মতো ঝরে যাই।
তোমার আঙিনায় আবারো আসি ,
ফিরে আসি আবারও সকালের অপেক্ষায়।


পথচলায় তুমি
-- শাকিরুল

বুধবার, ২ মার্চ, ২০২২

হৃদয়ের উষ্ণতা


হিমশীতল শুভ্র বরফময় শীতে
কৃত্রিম তাপে কোষ গুলো উত্তপ্ত হলেও,
বলো হৃদয়ের উষ্ণতা কে দিবে আমায়?

কত মহাসমুদ্র ও পাহাড় দূরে তুমি! 
এই তারবিহীন বার্তা ও কথোপকথনে,
যত দূরত্ব আজ ঘোচানোর প্রয়াস
তা কি জানে সমুদ্র কিংবা আকাশ?


এখানেও বসন্ত এসেছে
রোদেরাও আসে প্রায় প্রতিদিন। 
তবে তুমিও আসবে বলেছে,
সাড়ে নয় কিমি/ঘন্টা বেগে আসা স্নিগ্ধশীতল বাতাস।

সময় ও ঘড়ির ঘুর্নন ও অবগত,
সাধ্যা নেই কাঁটা তারের রোখবে আমাদের।
জমিয়ে রাখো গায়ের সুগন্ধ ও উষ্ণতা
যা মুঠো ভরে তুমি দিবে আমায়। 


-
হৃদয়ের উষ্ণতা
মোহাম্মদ শাকিরুল ইসলাম

২ মার্চ ২০২২
ভিক্টোরিয়া, ব্রিটিশ কলোম্বিয়া, কানাডা 

বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

ভেজা চুলের মেয়েটা

নীলিমার মতো তুমি চঞ্চল অবিরাম

বৃষ্টির মতো ঝড়ে পরো আমার উঠানে,

ভেসে যাই আমি শুকনো পাতার মতন

মুঠোভরে জলের সাথে তুলে নাও আমাকে আবার।


পুরানো বইয়ের পাতার ভাজে লুকির রাখো

পূর্ন চাঁদের আলো গায়ে মাখো।

তোমার ভেজা চুলের শিশিরে সিক্ত করো

পাশে বসে এই হাতটি ধরো।



-------

৪ সেপ্টেম্বর ২০২১

- মোহাম্মদ শাকিরুল ইসলাম

ভেজা চুলের মেয়েটা 





মঙ্গলবার, ১৮ মে, ২০২১

তুমি আছো বলেই

 তুমি আছো বলেই

- মোহাম্মদ শাকিরুল ইসলাম


এই তুমি আছো বলেই দৃঢ়তার সাথে সামনে এগিয়ে যাচ্ছি,

এই তোমার ভালবাসায় সিক্ত হয়ে বেঁচে আছি।

তুমি না থাকলে, হয়তো সে কবেই

এই শহরের ধূলিকণায় হারিয়ে যেতাম,

কিংবা শহর থেকে পালিয়ে পালিয়ে বেড়াতাম।


এইতো তোমার পাশে থাকব বলে,

প্রতিদিন ১১০০ মিটার পাড়ি দিয়ে

আবার সমান দূরত্ব ফিরে আসি।

তাই তো মনে নেই কোনো সংকোচ

নির্ভয় বলতে পারি ভালোবাসি ভালোবাসি!!




শুভ জন্মদিন প্রিয় পারু।

শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

এইবেলায়

 - মোহাম্মদ শাকিরুল ইসলাম


বলতে পারো আকাশের রঙ নীল হলো কেন?

যদি বলি তোমায় বর্ষায় ভিজিয়ে দিতে

যদি বলি তোমায় শীতের পাতা ঝড়া সৌন্দর্য দেখাতে

যদি বলি শরৎ  এর মেঘের খেলায় তোমায় ভাসিয়ে নিতে।


জানি সবই সত্যি বলে নিরন্তর আস্থায় হাতটি ধরবে

হাটব নগর ও মেঠোপথে আকাশ দেখবে তুমি!

আর আমার চোখদুটো আমার অনিন্দ্য সুন্দর মুখখানি।

যে মুখে হাসির ঝলকে বিদ্যুৎ শিহরণ পাই শিরা-উপশিরায়। 


আকাশ দিলাম তোমায় আমি, দিলাম মেঘমালা 

মেঠো পথে হাত চলো হারাই এইবেলায়।

যেখনো আর নেই শব্দের অত্যাচার, 

পাতা ও ডেউয়ের গানের সুরে সুখের সমাহার। 


-নভেম্বর ২০২০ 

সোমবার, ২৫ মে, ২০২০

মুক্তিদাও শুন্যতাকে


ভুলে যাবো একদিন
উড়ে যাবো আমিও,
পড়ে থাকবে নিস্তব্দ ধুলিকণা
শহুরে রাস্তায় কার সাথে হাটবে বলো?

নুরু ভাইয়ের চায়ের দোকানেই বা ঘন্টা দুয়েক
বসে থাকবে কে?
দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যাবে কে?
বৃষ্টিতে ভিজতে হয়তো মানা করবে না কেউ
স্টাফ কলেজের সামনে পর্যন্ত পৌছে দেবে কে?

হারিয়ে যাবো একদিন
সময় কে যে ধরে রাখতে পারছিনা,
দুমড়ে মুচড়ে খাচ্ছে আমাকে ওরা।

আজ ঘুমতে যাবার ভয় পাই
স্বপ্নে তুমি এসে গল্প করো আমার সাথে,
কিন্তু জানো ঘুম ভাঙতেই আমি একা
তুমি নেই, কেউ নেই, শুন্যতা।

সকালের নাস্তাটা তো করবে ঠিকই
ভোজ বাড়িতে কলিজা ভুনাও থাকব,
তবে তোমাকে আগারগাওয়ে সেই
খাসির পায়া খাওয়ানো হলোনা।

সারারাত অফিস করে
সকালে ঠিকই কেউ ভাইবা দিতে নিয়ে যাবে,
শুধু আমি বাড়ী ফিরে আসব
যেখানে শুন্যতা আমার অপেক্ষায়।

হেরে যাইনি আমি,
আমার অনুভূতিগুলো মুখ লুকাচ্ছে।
কি বা পারলাম তোমায় দিতে?
এসব তো যে কোন বন্ধুও করতো।
আমি কে তবে?
কি বা ছিলাম তোমার?

পরিচয়হীনতায় ভুগছি,
তবে মাঝে মাঝে ভেতরটা জুড়ে,
চাপা কষ্ট গুলো দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসে।
তুমি ভালো আছো ভেবে,
ভালো লাগে!

কিছুই তো দিতে পারিনি,
না দাড়িয়ে থেকেছি সারারাত
তোমার বাসার সামনে,
কি বা করেছি, বছর চারেক?

আজ বড় মুক্ত মনে হয়,
তবে পায়ের শিকল যে খুলব
সেই শক্তি এখনো হয়নি।
একটু শক্তি দিবে আমায়?
মুক্ত হবার জন্যে?

-- মুক্তিদাও শুন্যতাকে
--- মোহাম্মদ শাকিরুল ইসলাম
[২৫ মে ২০২০]