হারানো স্মৃতিকে খুঁজে বেড়াই
- মোহাম্মদ শাকিরুল ইসলাম
ভাই আমার মুহুর্ত গুলোকে দেখেছেন?
কিছুক্ষণ আগেও যে ছিল আমার কাছে
কোন এক অদৃশ্য কেউ
যেন ছো মেরে নিয়ে গেল আমার এক টুকরা সময়।
আচ্ছা ঘড়ির কাঁটা, বায়ু প্রবাহ,নদীর স্রোত
এইসব কি একটু সময়ের জন্য থামিয়ে রাখা যায় না?
আমি আমার সোনালী মুহুর্ত গুলোকে খুঁজছি
যার জন্য আমি বাতাসে আকাশে ঘুরছি
শিশু কালের স্মৃতি
স্কুল, কলেজের স্মৃতি
প্রতিটা সুন্দর মুহূর্তের স্মৃতি
সব আমাকে তাড়িয়ে বেড়ায়
ভাই আমার ছেলেবেলার মুহূর্ত গুলোকে
দেখেছেন?
দেখেছেন কি শিশু থেকে কিশোর হবার দুরন্ত সময়!
আজ আমি হন্যে হয়ে খুজছি
পাইনা তো এ বিরামহীন প্রান্তরে
পাইনা আমার লোহার সিন্দুকে
মা বেঁচে আছে,
তাই তো সেই ছোট বেলার গল্প
হামাগুড়ি দিয়ে বাবার পিছু নেওয়া
মায়ের কোলে চড়ে ঘুরে বেড়ানো
প্রথমদিন স্কুলে যাওয়া
স্যারের হাতে সেই প্রথম প্রহার
ক্লাসের সেই দুষ্টু ছেলেটির সাথে মারামারি।
ভাই আমার সময় গুলো দেখেছেন?
এইতো কিছুদিন আগেও যা ছিল আমার
আজ যা স্মৃতি হয়ে আছে
কোন এক নিউরনে তার বিচরণ
আজো জ্বরে কাতরালে যে সময় আমাকে
হাতছানি দেয়
যে মুহুর্তকে মনে করলে
নিজে নিজে হাসি
খুজে বেড়াই হারানো স্মৃতিগুচ্ছকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন