অসহায় আমি মনুষ্য শিশু
হাটি হাটি পা পা করার পুর্বে
সেই হামাগুড়ির দিন কাল।
আজো আমি অসহায় শিশু
হাটি হাটি পা পা করে
চলার পরে পহাড় সমান বাধা
আজো আমি করুন চোখে তাকাই
হাজারো মানুষের ভিড়ে খুজে ফিরি নিজেকে
জন্ম থেকেই মানুষ?
না! তবে কেন এ যন্রনাময় বানী
"বাছা মানুষের মত মানুষ হও"
আজো খুজে ফিরি সেই
মহানবী হযরত কে
যিনি ছিলেন মহাবীর।
খুজে ফিরি তাকে
ওই কুরানে, হাদীসে।
ক্ষমা করো প্রভু রক্ষা কর
এই অনাগত বিপথ গামী পৃথিবীর বুকে
চাই না ঠাই
চাই শুধু তোমার আরশের নিচের একটু ছায়া।
---খুজে ফিরি (মোহাম্মদ শাকিরুল ইসলাম)
২৫/০৫/২০১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন