সোমবার, ২২ জুন, ২০১৫

ভালো থেকো

ভালো থেকো
---- মোহাম্মদ শাকিরুল ইসলাম

না পাবার আগেই সত্ত্বত্যাগ করে দিয়েছি তোমায়
এ কেমন নাপাওয়া যা পাওয়ার আগেই মুছে যায়
দিয়ে যায় শুধু একচিমটি দেখার সুখ
আর  নাপাবার আকাশস্পর্শী বেদনা।

ছিলে না আমার জানি
তবু কেন দৃশ্যপট এবং কি অদৃশপটে
সপ্নে জাগরনে শুধু তোমার উপস্থিতি

তোমার চ্যাঞ্চল্য আর দিপ্তিময়তা
আমাকে সবুজ হতে শেখায়
তোমাকে সাথে পেলে হয়তো আকাশ বাতাস
এবং কি সপ্ত ভূমণ্ডল ছাড়িয়ে পৌছাতাম নিরুদ্দেশ পানে

শুধু তোমাকে পাবার জন্যই আমি বেচে থাকবো
কিন্তু জানি পাবো না,
শুধু এটুকুই চাই
ভালো থেকো।

২২.০৬.২০১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন