হয়তো
-- মোহাম্মদ শাকিরুল ইসলাম
আজ হয়তো আর দেখা হয় না
হয়তো ছাদের কার্নিশ ধরে দাঁড়ানো হয়না
পাশাপাশি হাটা হয় না
হয়না চোখে চোখ রাখা।
আজ আর হয়তো ফুচকার দোকানে এত ভিড় লেগে থাকে না
কাঠাবাদাম কূড়াতে যায় না সেই ছোট মেয়েটি
আজ আর হইতো রিক্সা করে ঘুরা হয়না
হয়তো হয়না সোডিয়ামের আলোতে স্নান করা
হয়তো হয়না ঝগড়া
দেখিনা সেই রাগ মাখা দুই চোখ
হয়তো ফোনের কিপ্যাড গুলো আর তোমার হাতের স্পর্শ পায় না।
গভীর রাতে তোমাকে কেউ বেলকণীতে আসতে বলে না
হয়তো আজো সেই মেয়েটি মালা নিয়ে পার্কে বসে থাকে
কিন্তু একটি মালাও কেনা হয়না তোমার জন্য
হয়তো, হয়তো এভাবেই কেটে যাবে দিন মাস বছর
হিয়তো মৃত্যুর কোলে ঢলে পড়বো একদিন
হয়তো আসবে না তুমি দেখতে আমার নিথত দেহ
হয়তো এখাইনেই থেমে যাবে আমার কলম।
২২.০৬.২০১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন