বুধবার, ২৪ জুন, ২০১৫

নির্বাক অপেক্ষা

নির্বাক অপেক্ষা
--- মোহাম্মদ শাকিরুল ইসলাম

অপেক্ষা শুধুই অপেক্ষা
কিন্তু কিসের জন্য?

নির্বাক বালক তার অপেক্ষার হেতু খুজে বেড়াচ্ছে
হাজারো পথিক চলে যায়
কিন্তু তার অনিদৃষ্টকালীন অপেক্ষা।

হয়তো বা নয়তো বা
যেহেতু সেহেতু
না কোন কারন দেখছি না অপেক্ষার
শুধু অপেক্ষার জন্যই অপেক্ষা

কে সে এই অপেক্ষা?

হয়তো নীল শাড়িপরিহিতা এক বালিকা
কিংবা শুধুই শূন্যতার প্রহর গোনা।

বালিকা কাব্য নিয়ে কাব্যিকের এ মহাযজ্ঞ
সে শুধুই এর নির্বাক অপেক্ষা।

#উদ্ভট!
২৪/০৬/২০১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন