চাই না তবু
--- মোহাম্মদ শাকিরুল ইসলাম
আমি নইকো রাজকুমার
তবু শুধু রাজকন্যাকেই চাই
আমি নইকো কবি
তবু বনলতাকেই চাই
আমি শিল্পী নই
তবু নীলাঞ্জনাকেই চাই
আমি নইকো শাহজাহান
তবু বানাতে চাই ছোট একটা তাজমহল
নইকো আমি রুপকথার সেই মহাপুরুষ
তবু তোমার জন্য পৃথিবী জয় করতে চাই
চাই এনেদিতে শত আট নীলপদ্ম
সাত সমুদ্র তের নদী পার হয়ে যেতে চাই
যেতে চাই শুধুই তোমার কাছে
পারবো না জানি এনেদিতে আকাশের ঐ চাঁদ
তবু এনেদিতে চাই জোছনা রাত
চাই বিরান প্রান্তরে একটা ছোট্র কুটির
চাই আমার জন্য অপেক্ষায় হোক কেউ অধির
চাই কেউ বসে ভাবুক আমার কথা
কেউ মনেরাখুক শুধু আমায়
দরকার নেই আমার আকাশছোঁয়া শান্তি
চাই শুধু নিঝুম অন্ধকারে
কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিক
বুক পাজরে আগলে রাখুক
শুধু আমার জন্য একটু ভাবুক
আর বলুক ভালোবাসি তোমায়।
যেতে চাই না এ বিরান প্রান্তের বাহিরে
চাই শুধু একমুঠো নীল আকাশ
আর তোমার ঘামের মিষ্টি গন্ধ।
চাইনা আমি কোন কিছু
তবু তোমাকে চাই।
২৮।০৬।২০১৫
রবিবার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন