অব্যক্ত তুমি
--- মোহাম্মদ শাকিরুল ইসলাম
অব্যক্ত তুমি
অচেনা তুমি
পুলকিত হর্ষে
কম্পিত রক্তপাম্প
আর পথের শেষে তোমার বিচরণ
দরকার কি নাইবা যদি
হবে আমার
কেন তবে ঘনিষ্ঠ হবার অভিনয়
জানি পাবো না জীবন চলনে
তবু ক্ষতি কি
এক মুহুর্ত তোমার গায়ের সুবাসে
নিজেকে ডুবিয়ে দিতে
পরম সুখের
ত্রিচক্রযান আর বিকেলের ক্লান্ত হাওয়া
আর সমীরণ প্রবাহে উরন্ত তোমার চুল
আমার চোখে,মুখে লেপ্টে বসে থাকে
আমি শুধু তোমার স্পর্শ খুজি।
অব্যক্ত তুমি
জানি পাবোনা চলার পথে
শুধু পথ প্রান্তে খনিক দেখা।
বন্ধু হয়ে
কাধে মাথা রাখা
আর আলতো করে চুলে
হাত বুলানো।
জানি অব্যক্ত থাকবে
বলা হবে না কোন দিন।
জানি তুমি ও জানো
কিন্তু তবুও অব্যক্ত এ কথা।
এ কেমন বিষাদ
মৃত্যুপথ যেন আমার দুয়ার সমুক্ষে
শুধু তোমার হাসি দেখার জন্য বেচে থাকা
যেন জীবনহত হয়ে বেচে আছি।
এ যেন পরম পাওয়া
হয়তো চাওয়া
এক চিলতে বেচে থাকা,
মধুর কন্ঠে তোমার ওই
সুরের মুর্ছনায় দু লাইন
আর ঘন নিঃশ্বাস।
অব্যাক্ত কে বলার অন্য পন্থা
কিন্তু তবুও,
না আর পারছি না।
এ কোন মায়ায়
আবদ্ধ আমি
অব্যক্ত তুমি।
২৯।০৬।২০১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন