বহুদূর
---- মোহাম্মদ শাকিরুল ইসলাম
পার্থিব চিন্তা যখন আসে না আর
কি আর আসে যায় তার
এ ধরনী যারে দিয়াছে
চাপা উন্মাদনা
সাথে নিঃস্পৃহ হবার
কালোগহ্বর সম বেদনা
অনুভূতি শুন্য প্রান
আর একজোড়া কালো চোখ
নির্ঘুম রাত জেগে যা আজ রক্তে লাল
আর অশ্রুধারা বহমান।
ঘুম কেটে যায়
ঘোর তো কাটে না
ঝাপসা আলো
আর হালকা অন্ধকার
সব যেন বড় নিরস আর অচেনা লাগে
চেনাজানা জিনিস গুলো সব তুচ্ছ হয়ে আসে।
তক্তপোষে গা এলিয়ে দিয়ে
প্রতিটা মুহূর্ত ভাবনার অতলে ছুটে চলা
একা নিরবে কথা বলা
আর বহুদুর হেটে চলা
পথিমধ্যে অচেনা পথিকের দেখা পেয়ে
মনে হয় যেন কত আপন, কত চেনা।
সেগুনের বনে
হালকা ছায়া আর
টিয়েপাখির ডানা ঝাপটানোর শব্দে
ভাবনার রাজ্যের এ আরো এক রাজ্য
দিন শেষে পড়ন্ত বিকেলে
বাতাসে দুল খাওয়া পাতাদের শব্দে
জেগে উঠি
খুজে বেড়াই নিজের অস্তিত্ব
এ কোথায় আমি?
বাহিরে বৃষ্টিহচ্ছে
বাজ পড়ার শব্দে
কেটে যায় ঘোর।
অবাক হয়ে বসে ভাবি
কি ছিল সেই স্বপ্ন
না, কিছুতেই মনে হয় না
সে কি তীব্র কষ্ট।
০২-০৭-২০১৫
মধ্যাহ্ন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন