বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

আমার পৃথিবী

আমার পৃথিবী
-- মোহাম্মদ শাকিরুল ইসলাম

তোমাদের পৃথিবীতে আকাশ হতে কান্না ঝড়ে
প্লাবিত হয় পথ, ঘাট, স্কুল মাঠ ও লোকালয়।

আমার পৃথিবীতে কান্না করে প্রতিটি শিরা-উপশিরা
মেঘ হয়ে কান্নারা ভেসে যায় আকাশে,
শুধু তুমি আসলেই, তোমার দ্যুতিতে উড়েযায় সবই।

আমার পৃথিবীর কোন দিক নেই,
 নেই পূর্ব-পশ্চিম বা সময়
তবে এটাই তো হবার ছিল,
ভালোবাসার যে সময় দিক থাকতে নেই।
তোমার হাসিতেই সূর্যদোয়,
তোমার মন খারাপে সে অস্তমিত হয়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন