শনিবার, ১৫ আগস্ট, ২০১৫

নির্ঘুমের উর্মিলা

নির্ঘুমের উর্মিলা
___মোহাম্মদ শাকিরুল ইসলাম

সকাল কাটিয়া গেল এই অলস দুপুরেও তার কোন খোজ নেই
নির্ঘুম রাত কাটাইয়া এখনো ঘুম ঘুম ভাবনায় শুধুই সেই,
প্রতিটা মুহুর্ত কাটে বিস্তর ভাবনার প্রান্তরে
যার এ মাথা থেকে ওই মাথা শুধুই তাকে খুজে ফিরি।

সামনে শত ভয় তবু একবুক আশা নিয়ে এ পথে চলা
এ যেন প্রচন্ড জ্যামে বসে ভাবা এখনি বুঝি ছাড়বে,
কিন্তু না ঘন্টা কেটে যায় তবু নিস্তব্ধ
শুধুই একবুক আশা নিয়ে সামনে তাকিয়ে থাকা
হয়তো হেটেই আগে গন্তব্যে পৌছাতাম তবু,
নামলেই যদি ছাড়িয়া দেয় ভেবে বসে থাকি।

সোজা পথ ছেড়ে বাকা পথে হাটতেই যেন ভালো লাগে
যে পথে বাধা নেই সে পথে কিসের তাড়া!
তাইতো এই শত বাধামুক্তি র পথ ছেড়ে
নিজেকে আজ দুর্গম পথের যাত্রি করে নিয়েছি।

আমার দ্বিপ্রহর কেটে সন্ধ্যা নেমে আসে
পশ্চিমে সূর্য তার লাল আভা ছড়িয়ে মিলিয়ে যায়,
আর আমার নীল আকাশ জুড়ে স্নিগ্ধ আসে চাঁদের আলো
এ যেন অমাবস্যার শেষে প্রথম দিনেই ভরা পুর্নিমা।

মাঝে মধ্যে অমাবস্যার চাঁদ দেখা দিলেও
পুর্নিমার আলোয় স্নান করে সব ভুলে যাই
ফিরে পাই আমার সেই প্রত্যাশা গুলোকে।

চাঁদের আলোয় ধরা দেয় আমার নির্ঘুমের উর্মিলা
যাকে ভেবে রাত নির্ঘুম আর দিনান্তে ঘুম ঘুম চোখে জেগে থাকা।

______
১৫ আগস্ট ২০১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন