নিয়ে যাবো তোকেই আমি
--- মোহাম্মদ শাকিরুল ইসলাম
অতঃপর অদৃশ্য পথেই যাত্রা
পথ চলার সাথীর আমার তুই
কতো করে বলি এত ভয় কেন তোর?
দেখ পাশে কে তোর হাতটা ধরে।
বলেছিলাম চুপ করে থাক
বিপর্যয়ে শুধু আগলে রাখিস
কিন্তু সেই সেই তুই থেমে যাচ্ছিস
একাই হাটবো? কিন্তু কিসের আশায়?
সমুদ্রের পাড়ে, সেই পাহাড়ের চূড়ায়
আমাদের ছোট কুড়ে,কে থাকবে?
বলছি তোকে চলতে পাশে
রাখবো তোকে অনেক অনেক সুখে
সিক্ত করে আগলে বুকে।
শুধু একটু বিশ্বাস রাখিস
আর শক্ত করে আকড়ে ধরে থাকিস
সময়ের সাথে এই দুর্গম পথের সকল বাধা টুটে
নিয়ে যাবো তোকেই আমি
দূর পাহারের হৃদয় তটে।
______
২১ আগস্ট ২০১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন