রবিবার, ২৩ আগস্ট, ২০১৫

হাসিমুখে একবার বলিস, আমাকেই চেয়েছিলি তুই

হাসি মুখে একবার বলিস
    আমাকেই চেয়েছিলি তুই

---মোহাম্মদ শাকিরুল ইসলাম

পৃথিবী র সব টুকু ভালোবাসা তোকেই দিতে চেয়েছি তুই না চাইলেও তোকেই দিব,
ধরেছি যখন একবার ছারব না এত সহজেই।

চাইলেও পালাতে দিব না কখনো চোখের আড়াল হবো না,
যা খুব দূরেই যাবি কিন্তু এই মনের আড়াল কি করে হবি?

জানি নির্বাক তুই চলেছিস এক দোটানায়,
সমান্তরালের এক পাশে তোর ছায়া আর অন্য পাশে আমার বুক আগলে তুই।
জানি  ছায়া কেটে অই অমাবস্যায় তুই শুধুই আমার,
যে অন্তিমে তোকে নিয়ে হারিয়ে যাবো।

পারবি না বুকের মাঝের ঠিক এইখানে,
একদম চোখ বুঝে শুধুই তোর উন্মাদনা আর রক্ত চাপ নিয়ে।

জানি তুই পারবিনা,  তুই যে সেই সমান্তরালের ছায়া হয়েই আছিস
হয়তো ছায়া মূর্তি রূপ হবি
কিন্তু এই বুক থেকে তোর আত্মাকে কি করে নিবি বল।

বলেছি তো ছাড়ব না, শেষ নিঃশ্বাসেও রাখবো আগলে
তুই শুধু তোর হাসি মুখে একবার বলিস আমাকেই চেয়েছিলি তুই।

চেয়েছিলি প্রথম বার, পেয়ছিলি সেই দিনই
যে দিন দেখিছিলি প্রথম, দিয়েছিলি তোর গায়ের গন্ধবহ আভাস।

___
২২ আগস্ট ২০১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন