মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫

কিছু না

কিছু না
---মোহাম্মদ শাকিরুল ইসলাম

চাইলে সারাজীবন পাশে বসে চুমু দিয়েই কাটিয়ে দিব,
তাতেও যদি তৃষ্ণা মিটে
না মৃত্যুর পরেও শুধু তোকেই চাই আবার।

ভূত হয়ে,
গাছের দুই ডালে দুই জনে বসে ।
তাল গাছের মাথায় কিংবা পুকুর পাড়ে
নয়তো শ্মশান ঘাটে।

বউ তুই জানি চাইবি না তবু তোকে আমি চুরি করবো ঠিকই,
শুধু একটা দিনই তোর কথা শুনবা না
সত্যি বলছি শুধু তোকে পাবার জন্য,
আমার পুরো পৃথিবী কে বিসর্জন দিয়ে এসেছি।

বউ ও বউ - "কি?"
কিছু না কাছে আইসা একটু বসো দেখি।

____
২৫ আগস্ট ২০১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন