জাগিয়ে রাখিস আমায়
---মোহাম্মদ শাকিরুল
দিন শেষে প্রশান্তির ছোঁয়া
সত্যি সুখী আমি।
দূরালাপনি তে দিতে বলিনি অঢেল সময়
চেয়েছি শুধু তোর অস্তিত্তের একটু ছোয়া।
শুধু জাগিয়ে রাখিস আমায়
একটু আলো ছায়া
আবার এক চিলতে রোদের মাঝে
এক পশলা বৃষ্টি দিয়ে।
জানিস বৃষ্টি আজ বড্ড বেশী ভালো লাগে
এইতো বৃষ্টির শব্দ শুনছি আর তোকে ভাবছি।
[৩০ আগস্ট ২০১৫]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন