বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৫

অভিনয় যাত্রা

অভিনয় যাত্রা
  --মোহাম্মদ শাকিরুল ইসলাম

হ্যা তুই আছিস থাকবি আজীবন
শুধু কিছু সময়ের জন্য দূরে থাকার অভিনয়।

চাইনা সারাদিন পাশে তোকে
পড়ন্ত বিকেলে শুধু দেখা দিস
পাশে এসে বসে বুকে মাথা রাখিস
আর বুকের পশমে হাত বুলিয়ে দিস।

চাইনা সারাদিন আমাকে নিয়েই থাক
চাই শুধু তোর শেষ আশ্র‍য় হতে
শত বিপদেও যেন আমার হাতটি শক্ত করে ধরিস।

শুরু হোক অভিনয়ের যাত্রা
অভিনয় শেষে আবার মিশিব একাকার হয়ে।

#ঘাস_ফড়িং তুই
০৩ সেপ্টেম্বর ২০১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন