বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫

সমান্তরাল যাত্রা

সমান্তরাল যাত্রা
-মোহাম্মদ শাকিরুল ইসলাম

আগাইয়া এসেছিলি দুই পা যখন
বাড়াইয়া ছিলাম এক পা,
মুখোমুখি যখনি হয়েছিলাম
তবে পিছাইলি এক পা।

বাধিয়াছি যখন বন্ধনে
আগলে রাখিব তবে
শত প্রতিকূলতার সামনে দাড়াব
রেখেছিস ওই হাতে তোর হাত যবে।

বর্ষণ মুখর সন্ধ্যা রাতে
এই ব্যাস্ত নগরীতে
সোডিয়ামের আলো মেখে
বর্ষায় ধুয়ে যাওয়া পিচ ঢালা পথ

পা দুটো এগিয়ে আবারো
সামনে আসলি তুই,
একে আর একে আজ হয়েছি দুই
সমান্তরাল যাত্রা শুরু।

-২৪ সেপ্টেম্বর ২০১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন