করবে আবার তাড়া
-মোহাম্মদ শাকিরুল ইসলাম
মাঝরাতে ঘুমের মাঝে উঠব যখন হেসে
ঘুমভাঙানি চোখে দেখবে আমায় ঘেঁষে,
উচ্চস্বরে ধমকিয়ে আবার বলবে যবে
"কি হচ্ছে কি" চুপসে যাবো তবে।
উল্টো পিঠে পিঠ লাগিয়ে আবার করবো নাড়াচাড়া
আবারো তুমি বকবে আমায় করবে যে তাড়া,
বেলকনিতে দাড়িয়ে আবার ডাকবো যখন হুতুম পেচার সাথে
আসবে আবার সেথায় তুমি ঝাটা নিয়ে হাতে।
দিবে আমায় কপাট পাড় করে
ফিরবো আবার সকাল ভোরে
নাড়াবো আবার কপাটের কড়া অনেক জোরে জোরে।
১৭ অক্টোবর ২০১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন