আধো ঘুমের স্বপ্ন
- মোহাম্মদ শাকিরুল ইসলাম
কিছু কথা আর নির্বাক চাহনিতে বেঁধেছিস
বাস্তবতা কে তুচ্ছ করে আকড়ে ধরেছিস
করেছিস তোর সুখ-দুঃখের নীরন্তর অংশীদার।
আজ প্রতিটি দিন যায় তোকে ভেবে
রাতের নির্জনতায় আজ আর একা লাগে না
মনে হয় আছিস তুই, আমারি পাশে।
সন্ধ্যা থেকেই তোর কোন খোজ নেই
ঘুমাচ্ছিস! তোর সেই আধো ঘুম আর সোনালী স্বপ্ন
হয়তো ঘুমের মাঝে আমকেই দেখছিস
বুনে চলেছিস হাজারো আশার জাল।
একদিন আপন করে পাবো বলেই এ অপেক্ষা
প্রতিটি দিন কেটে যায় আর মনে হয়
এই বুঝি অপেক্ষার প্রহর শেষ হয়ে এল।
এই বুঝি ঘুম ভাঙবে তোর
অন্ধকারে খুঁজবি আমায়
জানালা বিহীন তোর অই ছোট ঘরে।
ফোনের ছোট পর্দায় খুজবি আমায়
হয়তো ইথারে শুনতে চাইবি আমার কণ্ঠস্বর।
আর আমি তখন বিভোর ঘুমে,
তোকে নিয়ে পাড়ি দিচ্ছি আমার জীবন সমুদ্র।
জীবন তরী বয়ে চলে অথৈ সমুদ্রে
আমি তার পাল আর তুই দুঃসাহসী নাবিক।
জানী জীবন তরী তীরে ভিড়িয়ে
তবেই এ যাত্রায় সমাপ্তি।
-০৪ নভেম্বর ২০১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন