শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

ফিরে তাকাই

ফিরে তাকাই
- মোহাম্মদ শাকিরুল ইসলাম

জানি ঘুম আসবেনা কথা না বলে
জানি কতটা কষ্ট দিয়েছি তোমায়।
কতটা নিষ্ঠুর হয়েছি আমি
নির্বাক চেয়ে থেকেছি যেন করার নেই কিছু
পারিনি তোমার আবাগের দায় নিতে।

মুক্ত পাখির মতো হাফ ছেড়ে পালিয়েছি
এত আদর যত্নের রেও যেন এ কেমন মুক্তি
আজ আমার মুক্তি ভালো লাগে না
আবার খাচায় ফিরে যেতে ইচ্ছে হয়
কত ভয়ে আজ জড়োসড়ো হয়ে আছি।

যদি কখনো পাই সেই সুযোগ
যদি বুকে আসে অদম্য সাহস
আর তোমার আবেগ বোঝার ক্ষুদ্র শক্তি
জানি তোমাকেই খুজে নিব।

জানি না কি হারিয়েছি
তবে যা হারিয়েছি তা যে অমূল্য
জানি সূর্যাস্তের পূর্বমুহূর্তেই  ফিরে আসবো,
নয়তো হারিয়ে যাবো অই গোধূলিতে।

রাতের আকাশে চাঁদ হয়ে
তোমার টিনের চালের ফুটো দিয়ে ডুকব
আমাকে আদর করে তোমার হাতের তালুতে নিবে
আর একফোঁটা কান্নার জল ফেলে ধরবে তাতে
তুচ্ছ চাঁদের আলো হতে
ঝরে পড়বে আমার করুন আর্তনাদ।
হয়তো সে আর্তস্বর পৌছবেনা তোমার কানে
ফিরে তাকাবে না এই অবোধের পানে
তবু আলো হইয়েই পাশে রইব।

-৫ নভেম্বর ২০১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন