হারিয়ে যেতে চেয়েছিলে
--- মোহাম্মদ শাকিরুল ইসলাম
হারিয়ে যেতে চেয়েছিলে তবে যাও
পালিয়ে যাবে জানতাম তবে যাও।
সুখী আছো, তবে কিছু বলবো না
জানো আমি না বড্ড স্বার্থপর
নিজের খুনে রঞ্জিত না হলেও
তোমার খুনে ঠিকই রঞ্জিত হবো।
নির্লজ্জের মত বার বার ফিরে যাবো
বেহায়ার মতো আবারো তোমার চোখের পানে চাইব।
এই জানো খুনের নাকি ক্ষমা হয়
তবে চরিত্রহীনের বুঝি ক্ষমা হয় না?
কি হয় একবার ক্ষমা করলে?
জানো তুমি না অভিনয়ে বড্ড পচা,
তোমার হাসির ফাঁকে চোখের কোনের জল ছলছল করে,
কাঁপতে থাকে তোমার অধর দুটি।
জানো আজ আর রাত জাগি না,
তবে ঘুমও হয় না যে।
জানো আজ কারো জন্য পিছুটান নেই
তবে ভুলে যাই কি করে বলো?
জানো কারো জন্য দুশ্চিন্তা হয় না,
কেউ খেল কি না তা আর জানতে যাই না
কিন্তু তবু জানতে চাইব সব।
আর ভাবতে ইচ্ছে করছে না,
শুধু আর একবার হাত ধরতে চেয়েছিলাম।
কেন তবে এসেছিলে নিয়ে পিছুটান
কেন তবে কাছে এসেও এত ব্যাবধান,
ভুল কেন করেছি আমি?
পারবে না পৃথিবীর সবচেয়ে বড় ভুল ক্ষমা করতে?
না না এভাবে ক্ষমা চাইনি আমি,
আর একবার চেয়েছি শুধু সুখ হতে
পারবে না! জানি তুমি পারবে না থাকতে
অভিনয়ের বেড়াজাল ছিলে বেড়িয়ে এসো তবে।
এই আমি আসছি,ভালো থেকো
অভিনয়ের ভালো থাকা নয়।
এইতো জানালার ওপারেই আছি
এইতো একাই আবারো তোমাতে বাঁচি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন