বুধবার, ১৬ মার্চ, ২০১৬

পাওয়া

পাওয়া
   ___মোহাম্মদ শাকিরুল ইসলাম

তুই আমার অন্ধকারে বায়ুপ্রবাহের ছোট ধূলী কণা
তুই আমার সন্ধ্যা রাতের আকাশ মাঝে একটি ছোট তারা,
মধ্য রাতের শেষ বেলাতেও যে দিচ্ছে বুকে নাড়া
তোকে পেয়ে সব পেয়েছি নইকো সর্বহারা।

_
০২ ০৮ ২০১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন