কাব্য প্রেমি যারা তাদের মনের অন্যতম চিন্তার জায়গা এই কাব্য, সেই কাব্যকে প্রকাশিত বা উন্মোচিত করার ক্ষুদ্র প্রয়াসই হচ্ছে কাব্যকথন।
বুধবার, ১৬ মার্চ, ২০১৬
পাওয়া
পাওয়া
___মোহাম্মদ শাকিরুল ইসলাম
তুই আমার অন্ধকারে বায়ুপ্রবাহের ছোট ধূলী কণা
তুই আমার সন্ধ্যা রাতের আকাশ মাঝে একটি ছোট তারা,
মধ্য রাতের শেষ বেলাতেও যে দিচ্ছে বুকে নাড়া
তোকে পেয়ে সব পেয়েছি নইকো সর্বহারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন