বুধবার, ১৬ মার্চ, ২০১৬

সুখ কাব্যের শুরু

সুখ কাব্যের শুরু
____মোহাম্মদ শাকিরুল ইসলাম

বুকে মাথা দিয়ে বাচ্চাটি হয়ে থাকো যখন
মনে হয় পৃথিবীর সকল সুখ যেন আমার বুকে।
বুকে মাথা রেখে আড় চোখে তাকাও যখন 
তখন মনে হয় সে অচেনা তোমায় পেয়েছি।

এই সে তুমি যার জন্য অপেক্ষার প্রহর গুনেছিলাম
একটা একটা করে দিন রাত পেরিয়ে গেছে আমার
অবশেষে বৃষ্টি হয়ে ঝড়ে পড়লে আমার হৃদয়ে।

বুকে আগলে যখন জড়িয়ে ধরি 
তখন মনে হয় শতগুণ বেড়ে গিয়েছে আমার রক্ত চলাচল
হয়তো এখনি বুক ফেটে বারিয়ে আসবে পরম সুখের কাব্য।

বৃষ্টিস্নাত দিনে ত্রিচক্রযান আর তুমি আমি
তোমার কোলের উপর সেই পলিথিনে বৃষ্টির ফোটা জমে ছোট পুকুর
আর তোমার পুকুরে আমার হাত ভেজানো।

জ্যামে ঘন্টার পর ঘন্টা বসে থাকাতে যে সুখ কে জানতো বলো
কে জানত এই ইট পাথরের শহরেও পাবো খুজে আমার ফড়িং।

বুকে আগলে ধরেই পেয়েছি তোমায়
আজ শুধুই সময় গোনা ফড়িংটাকে কাছে পাবার
আর সেই ছোট পুতুলের গায়ে তোমার স্পর্শ

প্রথম চুম্বনে হারিয়ে যাওয়া
এবং এবশেষে তোমায় পাওয়া
হৈমন্তির অপুর মতো আজ বলতে ইচ্ছে হয়
"পাইলাম আমি ইহাকে পাইলাম"।

জানি আগলে রাখবে তোমার চোখের সীমানায়
হারিয়ে যাবো দূর অজানায়
কোন সাগর ঘেসে পাহাড়ের গায়ে বাসা বাধবো
সারাদিন ঘুরে বেড়াবো
দিন শেষে নীড়ে ফিরে ঘুমাবো তোমার আলিঙ্গনে।

এটাই শুরু,
মৃত্যু যদিও শেষ করে দেয় আমাদের
সৃষ্টিকর্তার কাছে প্রথম ও শেষ তোমাকেই চাইব।
ভালোবাসি তোমায়।

______________
০৩ আগস্ট ২০১৫
১৯ শ্রাবণ ১৪২২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন