বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬

ভাঙব শত অভিমান



ভাঙব শত অভিমান

___ মোহাম্মদ শাকিরুল ইসলাম


তোমার যাতনা পর্বের শেষ নেই বুঝি
প্রতিদিনকার মতো তিন বেলা অভিমান পর্ব চলে,
সকালের সূর্যাস্তের পুর্ব হতে ঘুমাতে যাওয়ার পূর্বে
আমি বড্ড একঘেয়ে,তোমার ইতি উতির বেড়াজালে।
চিৎকার করে উঠি পরক্ষনেই অজানা কিসের আভাসে
ঘভীর আর্তনাদে বুকের ভেতর টা কেঁপে উঠে।

আজ চাইনা অভিমানের একগুচ্ছ কুন্ডলী
চাই সাদা মেঘের ফাঁকে নীল আকাশ
যে আকাশের সাদাগুলো অভিমান হয়ে ঝরে পড়বে
ভিজিয়ে দিবে শুধু  তোমার হয়ে যাওয়া তাকে
ভিজে শরীরে কাঁচা রাস্তায় হেঁটে বেড়াবে সে,
কালো মেঘেদের দল কিছু তার উপর ছায়া হয়ে ভাসবে।

ধুয়ে যাওয়া শরীরে এক ছেলেটি দাঁড়িয়
ছাতা হাতে দুরে দাঁড়িয়ে আছে কেউ
কাছে যেতে ভয় করছে ভীষণ
যদিও অভিমানের শেষ এখানেই
ভেজা শরীরে ছাতার  নিচে দাঁড়াতে সে কি অনুভূতি ?

ভিষন ভয়, অজানা আর্ত চিৎকার
যদি চুকে যায় সব তবে হবে কি ?
যদি মুছে যায় সব হবে তবে কি?
না ,হোক অভিমানের শেষ এই বেলা
শতবার অভিমান  তবু পাঁশে পাই
যতই যাতনা সমুদ্রে আছি তবু কাছেই চাই।
ভাঙব যে শত অভিমান ,
হোক তবু তোমাতে আমার বেঁচে উঠার গান।

আজো রাত জাগি,তবু একা নইকো
ছিলে ক্রোশ পথ দূরে তাতে কি
আছো বুকের বাম পাঁশের রক্তপাম্পের স্পন্দন হয়ে।
জাগিয়ে রেখেছে ,বাচিয়ে রেখেছ
জিইয়ে নয় বাঁচতে চাই মুক্ত বাতাসে
যেখানে অক্সিজেন আমার সেই তুমি
আর তোমায় ছায়া আমার সঙ্গী ।
___________________ 

০৯ জুন ২০১৬
২৬ জ্যৈষ্ঠ ১৪২৩
নেই কোন অন্তমিল,শুধুই এক গুচ্ছ আকান্ত আপন চিন্তার সমাবেশ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন