যাপিত জীবন
------ মোহাম্মদ শাকিরুল ইসলাম
সব কিছু ধীর স্থির
তবু কোথায় যেন ব্যাস্ততা
কোথায় যেন অস্থির উত্তাল সব।
এইতো গ্রামের সব মাঠ পথ ঘাঁট
নিরবে একে অপরের সাথে মিশে
এইতো মেঠো পথ চলেছে একে বেকে
বগলে বই খাতা হাতে বাচ্চারা স্কুলে যাচ্ছে,
কি অপরূপ তাদের পথ চলার ছন্দ।
কোথায় যেন ব্যাস্ততা,
এইতো আখালিয়া নদীতে
স্রোতের ব্যস্ততা তার অনুকূলে
কিন্তু সন্ধ্যে বেলায় মাছের বাজারে ব্যাস্ততা।
তবু কোথায় যেন সব নিরব ও স্থির
শহরের বুকেও নিরবতা দেখেছি
গভীর রাতে কিংবা কাকডাকা ভোরে।
তবু কোথায় যেন সব উত্তাল অস্থির
ফার্মগেটের পথচারী পারাপার
কিংবা নিউমার্কেটের ফুটপাত,
সবাই খুব ব্যাস্ত, সবাই অধির।
এই নিরব আর ব্যাস্ততার মাঝে
কোটি প্রানের চলার গতিতে সরগরম
প্রতিটি দিন, প্রতিটি প্রাণ,
তবু বেঁচে থাকার অনন্দে কমতি নেই
যে যার মত উপভোগ করছে যাপিত জীবন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন