এই আমার কত শত ভুলে
হারিয়ে যাচ্ছি গভীর অতলে ।
আমি ভুল করেছি-
আমাকে শুধরানোর একটি সুযোগ দাও ,
তোমার পাশে থেকে ভালবাসার সুযোগ দাও
তোমার হাত দুটো ধরে পাশাপাশি হাটার সুযোগ দাও ।
একসাথে সারাটি জীবন থাকার সুযোগ দাও
হাসি কান্নায় পাশে থাকার অধিকার দাও,
বলছিনা এনেদিব তোমাকে শান্ত যমুনা
আমার পৃথিবীর পুরোটা জমি তোমার নামে দিখে দেব।
কথা দিচ্ছি তোমায় একা ছাড়বনা
রোদে তোমার ছায়ার পাশে লম্বা ছায়াটি হয়ে থাকতে চাই,
শীতে তোমার শীতল হাত দুটিকে উষ্ণতা দিতে চাই
কথা দিচ্ছি কখনো কষ্ট দিব না, ধুলি কনা হয়ে উড়ে যাবোনা ।
___ দুটি ছায়া ও অনেক গুলো গল্প
_________মোহাম্মদ শাকিরুলইসলাম
_____________ ২১/১১/২০১৭
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন